খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে রামগড় বাজার ভবনের উদ্বোধন

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০১, ০৬:৩৩ অপরাহ্ন

‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় এলজিইডি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত রামগড় মডেল বাজারের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (১ মার্চ ২০২৫) সকালে ১ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, “রামগড় বাজার খাগড়াছড়ি পার্বত্য জেলার একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা চাই সবাই মিলে সম্প্রীতি বজায় রেখে ব্যবসা করবেন। কোন দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। কেউ যদি দোকানে চাঁদা নিতে আসে, একত্র হয়ে তাকে বিতাড়িত করবেন।”  

তিনি আরও বলেন, “চাহিদা অনুযায়ী বাজারের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল। তাই এলজিইডির মাধ্যমে রামগড় মডেল বাজার ভবন বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে বাজারের অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন হবে এবং ক্রয়-বিক্রয়ের সুযোগ বাড়বে।”  

রামগড়বাসীর প্রতি আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, “আপনারা সবসময় মনে রাখবেন, আমরা যা কিছু করি, আপনাদের জন্য করি। এটি পার্বত্য জেলা পরিষদের ভবন নয়, এটি রামগড়বাসীর ভবন।”  

এসময় উপস্থিত ছিলেন— খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাজার ফান্ড প্রশাসক কার্যালয়ের আহ্বায়ক প্রশান্ত কুমার ত্রিপুরা, প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক ও পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, বাজার চৌধুরী মংশেপ্রু চৌধুরী, রামগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জসীম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রামগড় উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, মোঃ রিয়াদ এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।  

পরে দুপুরে রামগড় স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন চেয়ারম্যান। এরপর তিনি রামগড় ব্যপ্টিস্ট চার্চ পরিদর্শন করেন।  

বিকেলে তিনি মাটিরাঙ্গা উপজেলার কামিনী পাড়াস্থ সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে আয়োজিত ৭ম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেন এবং আয়োজকদের হাতে অনুদান তুলে দেন। তিনি মহোৎসবে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন ও মহাপ্রসাদ গ্রহণ করেন।  

এসময় তার সফরসঙ্গী ছিলেন পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, প্রফেসর আবদুল লতিফ, মহোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework