খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে তাহসীনুল কুরআন মাদরাসায় ইফতার মাহফিল

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ১০, ০২:০৯ অপরাহ্ন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে দীঘিনালা উপজেলার তাহসীনুল কুরআন মাদরাসা (আল-কোরআন একাডেমি) এর এতিম, হাফেজ শিশু এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) পবিত্র রমজানের ৮ম দিন সন্ধ্যায় এ আয়োজন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, ধনেশ্বর ত্রিপুরা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির কৃপায়ন ত্রিপুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীঘিনালা প্রতিনিধি মোঃ খালেদ হাসান রবিন, মোঃ মারুফ খান, মোঃ ইরফান আহমেদ, মোঃ কামাল হোসেন, খুমুই ত্রিপুরা ও মোঃ মারুফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় তারা বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে তিনি দীঘিনালা হর্টিকালচার সেন্টার পরিদর্শন করেন এবং সেখানকার বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework