খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ০১:০৯ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় গত ফেব্রুয়ারি মাসের অপরাধ পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সভাপতিত্ব করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং খাগড়াছড়ি জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধারের অগ্রগতি, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, চোরাচালান রোধ এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের বিষয়ে পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার সকল অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে মাদক, চোরাচালান, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তিনি সম্পত্তি সংক্রান্ত অপরাধের দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বা চোরাইকৃত সম্পত্তি উদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework