কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১১:৪৬ পূর্বাহ্ন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা বলেন, "শরীরচর্চা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করে, দলগত কাজের মানসিকতা গড়ে তোলে এবং জাতির উন্নয়নে সহায়ক হয়।" শিক্ষকেরা শুধু পাঠদান করেন না, তারা ছাত্র-ছাত্রীদের মধ্যে এমন একটি আলো জ্বালান, যা সারা পৃথিবীকে আলোকিত করে। শিক্ষিত প্রজন্মই দেশ ও জাতির সাফল্য নিশ্চিত করে। শিক্ষার্থীরা সত্যিই দেশের আলোকিত ভবিষ্যতের রূপকার। তারা দেশের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে।

শিক্ষা তাদের মধ্যে সৃজনশীলতা, চিন্তাশক্তি ও নৈতিক মূল্যবোধ বিকাশ করে, যা তাদেরকে একটি উন্নত, সভ্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত করে। উন্নত প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার্থীরা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তারা কেবল নিজেদের জন্য নয়, পুরো জাতির কল্যাণে কাজ করে, দেশের অগ্রগতির পথে আলোর শিখা হয়ে ওঠে। তাই শিক্ষার্থীরা ভবিষ্যতের এক শক্তিশালী নেতৃত্বের প্রতীক। শিক্ষা হলো ভবিষ্যত নির্মাণের প্রথম পাথেয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা তৈরি করে এবং নৈতিক, বুদ্ধিভিত্তিক ও প্রযুক্তিগত দিক থেকে তাদের সুসজ্জিত করতে সহায়ক হয়।

গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া।

প্রধান অতিথি ছিলেন হাজী বাদশা মাবেয়া কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমি মুৎসুদ্দির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাজী বাদশা মাবেয়া কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিনুর রহমান, হাজী বাদশা মাবেয়া কলেজের প্রভাষক মোঃ দাউদুল ইসলাম, কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য হারাধন বসু, অভিভাবক সদস্য জনাব আবু তালেব, জনাব আলহাজ্ব আমিরুল ইসলাম, ডাঃ রাজু দে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, রুম্পী চৌধুরী, কাবেরী চক্রবর্তী, সোমা কানুনগো, মোসাঃ শিউলি খাতুন, অজিত নাথও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক নীলিমা ভট্টাচার্য্য এবং নৃত্য পরিচালনায় ছিলেন রুম্পী চৌধুরী।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework