কোতোয়ালি থানার ওসিকে ধাক্কা, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ এপ্রিল ২১, ১১:৩৭ অপরাহ্ন

নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সন্তু শীলের বিরুদ্ধে। এনিয়ে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন কোতোয়ালির ওসি।

 

 

থানা সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায়। এইদিন ঈদ সামগ্রী বিতরণে পাথরঘাটার ফিরিঙ্গীবাজার এলাকায় যান শিক্ষা উপমন্ত্রী।

 

 

এ সময় তাকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল। হঠাৎ পেছন থেকে এসে ওসিকে ধাক্কা দেন উপমন্ত্রীর বডিগার্ড এএসআই সন্তু।

 

 

এনিয়ে সন্তু ও ওসি জাহিদুল তর্কে জড়ালে তাদের রুমের ভেতরে নিয়ে যান উপমন্ত্রী।  

 

 

এই ঘটনায় ওসি জাহিদুল কবির কোতোয়ালি থানায় একটি জিডি ও নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির উপ পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ বলেন, এ রকম একটি ঘটনা হয়েছে। ঈদের পর বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

 

এ ব্যাপারে জানতে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework