কেশুয়ায় চক্ষু শিবির, চার শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ০৯:৫৭ অপরাহ্ন

কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চক্ষু শিবির পরিষদের সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং পরিষদের কার্যনির্বাহী পরিষদ সদস্য মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যাণ পরিষদের সহ-সভাপতি, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন, শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর, আধুনিক ও তারুণ্যনির্ভর চন্দনাইশ গড়ার স্বপ্নদ্রষ্টা জননেতা ডা. শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মান্নান, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সৈয়দ আসিফুর রহমান, হারুন উর রশিদ, হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সালাউদ্দিন সুমন, আমজাদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন দিদারুল আলম, আতাহার হোছাইন, মাস্টার আবু সোহেল, মাস্টার হেফাজ, মাস্টার তৌকির প্রমুখ।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সৈয়দ আসিফুর রহমান এবং শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম জিলানীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল চার শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। দুই শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চশমা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এবং অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রামের উদ্যোগে ও চট্টগ্রাম শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework