কেলিশহর-হাইদগাঁও অলনাইট ফুটবল টুর্নামেন্টের সূচনা

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৮, ০৩:৫৫ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় অলনাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কেলিশহর-হাইদগাঁও আল-মাউন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো "অলনাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫" উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন হাইদগাঁও এ. জে. ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. মাইমুনুল ইসলাম মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদগাঁও উন্নয়ন ফোরামের সভাপতি ও পটিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেলিশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তছলিমা নূর, মিজানুর রহমান ইমন, মো. মোক্তার হোসেন, মো. ইমরান, মো. আরমান হোসেন, মো. হোসেন, মো. সিয়াম আহমেদ (সাকিব), মো. আবছার, জিসান, মতিন ও রাকিব।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে "বন্ধু মহল" বনাম "মহিউদ্দিন এফসি"।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি প্রয়োজনীয়তা। বক্তারা আরও বলেন, “আমরা খেলাধুলা থামাই বলেই বুড়ো হয়ে যাই, খেলাধুলা চালিয়ে গেলে শরীর সুস্থ থাকে।"

তারা আরও বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলার মধ্যে আনন্দ থাকা উচিত, নাহলে সেটি খেলা নয়, বরং জুয়া হয়ে যায়।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework