কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ পরিদর্শনে মুগ্ধ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ০৬, ০১:০০ অপরাহ্ন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক শুক্রবার (৫ এপ্রিল)  ৪ টায়  স্বপরিবারে  কাপ্তাই উপজেলার  শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালী এন্ড  পড হাউজ পরিদর্শন করেন। কর্ণফুলি নদীর কোল ঘেঁষে তৈরী বেসরকারি এই পর্যটন স্পট দেখে তিনি মুগ্ধ হন। পরে তিনি কর্ণফুলি নদীতে কায়াকিং করেন।

এর আগে মন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিসর্গ রিভার ভ্যালি  এন্ড পড হাউজে আসলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন,  কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ এর পরিচালক নাছির উদ্দীন এবং কাপ্তাই থানার ওসি আবুল কালাম তাঁকে স্বাগত জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework