কাপ্তাই থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ০৫, ০২:৪৯ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি মো: আনোয়ার হোসেন(৩২) কে চট্টগ্রাম জেলার পাহাড়তলী এলাকা হতে  গ্রেফতার করা হয়েছে। সেই সাথে আনোয়ার হোসেন কর্তৃক অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তিনি ফেনি জেলার সোনাগাজী উপজেলার ৭ নং সদর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের পূর্ব সুজাপুর গ্রামের আবদুর শুক্কুর এর ছেলে বলে জানান পুলিশ। 

গতকাল বুধবার( ৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ এর নেতৃত্বে  কাপ্তাই থানার মামলা নং-০২ তাং-০৪/১২/২৪ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০ এর তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ সোলাইমান সঙ্গীয় এসআই ফরহাদ, এএসআই রবিউল আলম, এএসআই আলাউদ্দিন, এএসআই কাউছার আলম, এএসআই জয়শ্রীপাল সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম জেলার পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে  মোঃ আনোয়ার হোসেন (৩২) কে গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো মাসুদ জানান, গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা হতে এক স্কুল ছাত্রীকে আনোয়ার হোসেন অপহরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি বাড়ি হতে ভিকটিমকে উদ্ধার করি এবং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।

পুলিশ জানান, আসামি আানোয়ার হোসেন কে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং সেই সাথে ভিকটিমকে কোর্ট হেফাজতে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework