কর্ণফুলীতে জুয়ার আসরে অভিযান, ১৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২১, ০১:২০ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী থানার পুলিশ জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে কর্ণফুলী উপজেলার পশ্চিম চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ। গ্রেপ্তারকৃতরা হলেন: বরিশালের রত্নপুর এলাকার আলী আব্বাস (২৪), মো. রায়হান (২০), মো. আরাফাত (১৯), মো. নাছির (২০), মো. তৌহিদ (১৯), মো. সিহান (২২), মো. শরীফ (১৯), মো. নাছির (৪৩), মো. সাজ্জাদ (২২), আব্দুল হাকিম (১৯), লক্ষ্মীপুরের রামগতি এলাকার মো. শরীফ (২০), মো. মেহেরাজ (২৪) এবং চরলক্ষ্যা সূর্য শীলের বাড়ির শীপ্লক শীল (৪৫)। জানা গেছে, তারা ওই এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চরলক্ষ্যা মৌলভীবাজার এলাকায় একটি বসতঘরে জুয়ার আসর বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে ১৩ জনকে জুয়া খেলার সময় গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework