কর্ণফুলীতে গাউসিয়া কমিটির উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০৮, ০১:৪৩ অপরাহ্ন

কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩ ঘটিকা থেকে কর্ণফুলী উপজেলা স্থানীয় কমিউনিটি সেন্টারে সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ নজরুল ইসলাম ও মোঃ আরমাত হেমেন'র যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্জুমান এ-রহমানিয় আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টার ফাইন্যান্স সেক্রেটারী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ'র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোঃ কময় উদ্দীন সবুর, প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মোঃ মাহবুবুল হক খান কাদেরী, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ও সুন্নীয়া ট্রাস্টের কেবিনেট সদস্য আলহাজ্ব মোঃ হোসেন খোকন, গাউসিয়া কমিটি বাংলাদেশ'র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও আলহাজ্ব মোঃ ইলিয়াছ, বক্তব্য রাখেন কর্ণফুলী থানা গাউসিয়া কমিটি আহ্বায়ক সদস্য মোহাম্মদ ইলিয়াস মুন্সী, মোহাম্মদ মজুরুল আলম, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ ইউনুস, মুহাম্মদ লোকমান, ইয়াছিন আরাফাত, নুরুল আক্কাস জীবনসহ শিকলবাহা, চরপাথরঘাটা, চরলক্ষ‍্যা, জুলধা ও বড়উঠান গাউসিয়া কমিটির নেতৃবৃন্দসহ এই অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, কমিটির সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার মাস। আলোচকরা আরও উল্লেখ করেন, ইফতার মাহফিলের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়।

বক্তারা বিগত করোনায় গাউসিয়া কমিটির সাহসী ভূমিকার কথা তুলে ধরে বলেন, শুধু তরিকত্ব নয়, গাউসিয়া কমিটি মানবতার ক্ষেত্রে এক অনন্য মডেল সংগঠন হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। তাই আমাদের এ অর্জন ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে আহ্বান করেন।

অনুষ্ঠানের শেষাংশে, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework