কর্ণফুলী থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০৮, ০১:৪৫ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ও শুক্রবার কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন – চরপাথরঘাটা (৮ নম্বর ওয়ার্ড) ইছানগর এলাকার মোহব্বত আলীর ছেলে মোঃ জাহেদ (৩৫) এবং বড়উঠান (১ নম্বর ওয়ার্ড) ছকিনা বাপের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ তাজুল ইসলাম (৫৪)।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ আরও বলেন, গ্রেপ্তার জাহেদ উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং গ্রেপ্তার তাজুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ডেভিল হান্ট অভিযানে দু’জনকে গ্রেপ্তার করে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework