করোনা: চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ৭০৯


প্রকাশিত : রবিবার, ২০২১ জুলাই ১১, ০৯:২১ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এটি এখন পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিন মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে ৭ জন উপজেলার এবং ৭ জন মহানগর এলাকার বাসিন্দা। এসময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৯ জন।


সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৫ শতাংশ। আক্রান্তের মধ্যে ৪১৬ জন মহানগর এলাকায় এবং ২৯৩ জন উপজেলা এলাকার বাসিন্দা।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তেমন একটা নেই। মানুষ এখনও উপলব্ধি করতে পারছে না- আমরা আসলে কোন পর্যায়ে আছি। মৃত্যুর হার একটি সংখ্যা মাত্র, কিন্তু এর পিছনে পরিবারগুলোর কি পরিমাণ ক্ষতি এবং কষ্ট লুকিয়ে আছে তা বর্ণনা করা যাবে না। তাই নিজেদেরই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ৭৭১ জনের। এর মধ্যে মহানগরে ৪৯৭ জন এবং উপজেলায় ২৭৪ জন।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework