করোনা : চট্টগ্রামে নতুন শনাক্ত ১০৮ জন, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ মে ০৭, ০৩:১৫ অপরাহ্ন
করোনা : চট্টগ্রামে নতুন শনাক্ত ১০৭ জন, মৃত্যু ৩ মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্দরনগরীতে করোনায় মারা গেলেন ৫৫২ জন। এছাড়া একই সময়ে নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫০ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হলো। শুক্রবার (৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজনই শহরের। তারা সবাই চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৮ জনের করোনা পজিটিভ আসে। অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে শহরের ৮৬ জন। বিভিন্ন উপজেলার ২২ জন। চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় (বুধবার) করোনায় ৪ ব্যক্তির মৃত্যু হয়। একই সময়ে ১৫৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল সাড়ে ১৪ শতাংশ। তার আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে করোনায় ৫ ব্যক্তির মৃত্যু হয়। একই সময়ে ১৪২ জনের করোনা শনাক্ত হয়। এদিন শনাক্তের হার ছিল ১৪ শতাংশ। সোমবার ৫ ব্যক্তির মৃত্যু হয়। নতুন করে ১৯৮ জনের শনাক্ত হয়। শনাক্তের হার ছিল প্রায় ১৫ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework