ঐতিহ্যবাহী বলী খেলায় মুখরিত ভাই-বোনছড়া কংচাইরী পাড়া

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ০৩:৩০ অপরাহ্ন

খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ভাই-বোনছড়া কংচাইরী পাড়া মারমা যুব কল্যাণ সংঘের উদ্যোগে বিকালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সাংগ্রাই উপলক্ষে বলী খেলা, লটারি ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভাই-বোনছড়া মারমা যুব কল্যাণ সংঘের উপদেষ্টা অংলাপ্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, ভাই-বোনছড়ার মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা প্রমুখ।

অনুষ্ঠানটি এলাকার ঐতিহ্যবাহী বলী খেলার মাধ্যমে শুরু হয়, যেখানে স্থানীয় প্রতিযোগীরা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। হাজারো দর্শকের উপস্থিতিতে বলী খেলাটি অত্যন্ত রোমাঞ্চকর হয়ে ওঠে, যা এলাকার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করেছে।

এরপর অনুষ্ঠিত হয় আকর্ষণীয় লটারি ড্র, যেখানে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে সৌভাগ্যবান বিজয়ীদের নির্বাচন করা হয়। লটারির মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়, যা অনুষ্ঠানের আনন্দকে আরও বৃদ্ধি করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ পর্ব। এখানে বলী খেলায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীসহ লটারি ড্রয়ের ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মারমা সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণ ও যুব সমাজকে উৎসাহিত করা।

এই আনন্দঘন অনুষ্ঠানটি স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতে আরও এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework