"উন্নত জাতি গঠনে আদর্শ শিক্ষকদের ভূমিকা অপরিহার্য," বললেন অধ্যক্ষ জহিরুল ইসলাম

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০২:৫৩ অপরাহ্ন

উন্নত-সমৃদ্ধি জাতি ও রাষ্ট্র গঠনে নৈতিক বিকল্প নেই, আর আদর্শ শিক্ষকরাই হচ্ছেন সেই নৈতিক শিক্ষার আসল কারীগর, বাঁশখালীতে আদর্শ শিক্ষক সম্মেলনে বক্তব্যদানকালে অধ্যক্ষ জহিরুল ইসলাম।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ জাফর কনভেনশন হল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, অধ্যক্ষ নজরুল ইসলাম।

আদর্শ শিক্ষক ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখা সভাপতি আব্দুর রহিম ছানুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা শিক্ষক ফেডারেশন দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ ইসমাইল হক্কানী, সহ-সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আবু তাহের, বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষক পরিষদ দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু তাহের, শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নুরুল হুদা, অধ্যক্ষ নজরুল ইসলাম, আরিফুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আজিজুর রহমান, শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারি শহীদুল ইসলাম, পৌরসভা জামায়াতের সাবেক সভাপতি শহীদুল্লাহ প্রমুখ।

সম্মেলনে বক্তব্যের শুরুতে বক্তারা ২৪ এর গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণ করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার সরকার পতন হলেও শিক্ষাঙ্গনসহ প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বসে আছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সেই স্বৈরাচারের দোসররা। এদেশকে মেধাশূন্য করতে শিক্ষাঙ্গণে কুরআন-হাদীস তথা নৈতিক ও সুশিক্ষার পরিবর্তে দেশের প্রতিটি শিক্ষাঙ্গনকে সন্ত্রাসবাদের দুর্গায় রূপান্তরিত করেছিল। নৈতিক ও আদর্শের শিক্ষার পরিবর্তে পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ এবং নাস্তিক্যবাদের শিক্ষাকে লিপিবদ্ধ করায় একদিকে শিক্ষার্থীরা যেমনভাবে নৈতিক ও আদর্শের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, ঠিক তেমনি ভাবে আদর্শ শিক্ষক সমাজও নানা ভাবে হেনস্তার শিকার হয়েছে। এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে নৈতিক ও সুশিক্ষার বিকল্প নেই। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদেরকে একটি উন্নত, সমৃদ্ধি, বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ করে দিয়েছে। আর নৈতিক ও আদর্শের শিক্ষাদানের মাধ্যমে আমাদের ছেলে-মেয়েদেরকে আদর্শ ও দক্ষ এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে তৈরি করতে হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework