উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম এখনও ধরা পড়েনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২১, ০৩:৩৬ অপরাহ্ন

কুষ্টিয়া থেকে গ্রেফতার করে রাজধানীর উত্তরা পূর্ব থানা নিয়ে আসার পর সাবেক ওসি শাহ আলম পালিয়ে গেছেন এবং এখনও তার গ্রেফতার করা সম্ভব হয়নি। যদিও পুলিশের পক্ষ থেকে তাকে পুনরায় গ্রেফতারে সারাদেশে রেড এলার্ট জারি করা হয়েছিল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, তিনি সম্ভবত ভারত পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি। কুষ্টিয়াতে গ্রেফতারের পর তাকে ঢাকায় আনার সময় ভুলভাবে ছেড়ে দেয়ার ঘটনা ঘটেনি। এর পরই পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।”

এছাড়াও, তিনি বলেন, "পালিয়ে যাওয়ার জন্য একজন সাব-ইন্সপেক্টরের দায়িত্বে ছিল। কিছুটা কেয়ারলেসনেসের কারণে তিনি পালিয়ে যান।"

জানা যায়, ৯ জানুয়ারি শাহ আলমকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। আদালতে সোপর্দের প্রক্রিয়া চলাকালে সে পালিয়ে যায়। অভিযোগ উঠে যে, তাকে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়েছিল, যার ফলে তিনি পালানোর সুযোগ পেয়ে যান। এই ঘটনায় সংশ্লিষ্ট দুজনকে দায়িত্ব অবহেলাজনিত কারণে বরখাস্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরো বলেন, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সম্মিলিতভাবে তাকে ধরতে চেষ্টা করছে, তবে এখনও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework