আনোয়ারায় ৭.৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৭, ০১:১৩ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় সাড়ে ৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা গহিরার সাঙ্গু স্টেশন পল্টুনে এসব নিষিদ্ধ জাল ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক। এ সময় মৎস্য অফিসের কর্মচারীবৃন্দসহ সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় ও পিও সহযোগীগণ উপস্থিত ছিলেন।

এর আগে সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবৈধভাবে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়। অভিযানে অবৈধ কারেন্ট জাল ও ২টি উপকূলীয় বেহুন্দি জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য ৪২ হাজার মিটার। এসব জালের বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন, "অবৈধ কারেন্ট জাল, উপকূলীয় বেহুন্দি জাল ও চরঘেরা জাল দিয়ে মাছ শিকার করলে সামুদ্রিক মাছসহ মাছের পোনা হুমকির মুখে পড়ে। যার ফলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন ক্রমশ কমছে। আমরা নিয়মিত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছি। অবৈধ জাল অপসারণের অভিযান অব্যাহত থাকবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework