আনোয়ারায় রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ০১:৩৫ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বটতলীর রুস্তমহাট বাজারে সবজি, ফল, মাংস ও মুদি মালের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানো, ক্রয়ের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও ক্রয়কৃত পণ্যের রশিদ প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৪ ব্যবসায়ীকে ৪টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে সকল ব্যবসায়ীকে ক্রয়কৃত পণ্যের রশিদ সঙ্গে রাখাসহ যে সকল হোটেল-রেস্তোরা মালিকগণ ইফতার সামগ্রী বিক্রয় করার জন্য দোকানের সামনে ফুটপাতের উপরে সামিয়ানা টাঙিয়েছেন তা অতি দ্রুত সময়ে সরানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন।

জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট এর কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework