আনোয়ারায় মেয়ের জামাইয়ের রডের আঘাতে শাশুড়ি নিহত

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০৯, ০৪:২২ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় মেয়ের জামাইয়ের রডের আঘাতে শাশুড়ি নিহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম রশিদা খাতুন (৪৫)। নিজ মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রবিবার (০৯ মার্চ) সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খুনের ঘটনা নিশ্চিত করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।

জানা যায়, নিহত শাশুড়ি রশিদা বেগম স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। ঘাতক মেয়ের জামাই একই এলাকার ফরিদের ছেলে হেলাল উদ্দিন, প্রকাশ মানিক।

ঘটনার বিষয়ে নিহতের মেয়ে আফসা আকতার নারগিস বলেন, "তিন বছর আগে হেলালের সঙ্গে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছিল। এছাড়াও সে আমার মামার ছেলে। আমি কেইপিজেডে চাকরি করতাম। মাস শেষে বেতনের সব টাকা আমার কাছ থেকে নিয়ে নিতো সে। তারপরও বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে প্রতিনিয়ত আমাকে মারধর করতো। গত তিনদিন আগে একটি এনজিও থেকে আমাকে ১ লাখ টাকা কিস্তি নিয়ে দিতে বললে আমি অপারগতা জানাই। যার কারণে সে আমাকে মারধর করে। পরে আমি ওইদিন রাতে বাপের বাড়ি চলে আসি। আজ সকালে চাকরি যাওয়ার পথে পথরোধ করে আমাকে মারধর করে। পরে আমার মা বাড়ির পাশে বিলে গরুর গোবর আনতে গেলে সেখানে গিয়ে আমার স্বামী গাছ দিয়ে মাথায় আঘাত করে। এসময় ঘটনাস্থলে আমার মায়ের মৃত্যু হয়।"

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ওয়ারেছ আহমদ চৌধুরী বলেন, "ওষখাইন পূর্ব পাড়ায় মেয়ের জামাই কর্তৃক শাশুড়ী হত্যার একটা ঘটনা ঘটেছে তবে এলাকায় না থাকায় আমি ঘটনাস্থলে যেতে পারিনি।"

এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৈয়বুর রহমান বলেন, "ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘাতককে আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework