আনোয়ারায় বিশেষ অভিযানে লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৬:৩৮ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ জাল নির্মূলকরণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় এক লাখ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক মায়েদুজ্জামান। অভিযানে ১০০০ মিটার দৈর্ঘ্যের একটি পেকুয়া জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার গবেষণা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ডের সিজি স্টেশন সাংগু গহিরার কন্টিজেন্ট কমান্ডার অনিমেষ রায় এবং বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কায়চার হামিদসহ সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, "অভিযানের শেষে জব্দকৃত জালগুলো সাঙ্গু স্টেশন, গহিরার পল্টুনে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গের সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework