আনোয়ারায় পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ০২, ০৫:৪৬ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় নারী ও শিশু নির্যাতন দমন মামলার পলাতক প্রধান আসামি মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮জুন যৌতুকের দাবিতে গ্রেপ্তারকৃত প্রধান আসামি নিজের স্ত্রী শাহেদা আক্তারের গায়ে কারোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই মাসের ২৩জুন মারা যায়। এই ঘটনায় ভুক্তভোগী শাহেদা আক্তারের মা সামশুন্নাহার বাদী হয়ে ৪জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।

অভিযুক্তরা হলেন, মো. রাসেল, মো. শরীফ, মো. মামুনুর রশীদ, রুবি আক্তার।

এবিষয়ে আনোয়ারা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, গতকাল সোমবার অভিযান চালিয়ে একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework