আনোয়ারায় চুন্নাপাড়া জয় গীতা সংঘের আয়োজনে গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৪, ০৪:৩৬ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারার চুন্নাপাড়া জয় গীতা সংঘের উদ্যোগে বাগদেবী সরস্বতী পূজা উপলক্ষে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। উদ্বোধক ছিলেন ট্রাস্টি শ্রী পরিমল শীল। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে।

প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ভাগবতীয় বক্তা আনন্দ শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সনোলজিস্ট ডা. ডি বি শর্মা, আনোয়ারা শীল কল্যাণ সমিতির সহ-সভাপতি জহরলাল শীল, রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি ডা. নিত্যহরী শীল, চুন্নাপাড়া গীতা সংঘের উপদেষ্টা মিটু কুমার শীল ও বিপ্লব শীল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরস্বতী পূজা উদযাপন পরিষদ ২০২৫-এর সভাপতি সুজন শীল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেবিএল গীতা সংঘের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্র শীল (রবি)।

বক্তারা বলেন, গীতা হলো জীবনের মূলমন্ত্র। এটি জীবন পরিচালনার অন্যতম মাধ্যম। আমাদের সকলকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে এবং গীতার শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ বিনির্মাণে অবদান রাখতে হবে। জগতের সকল মানুষ যাতে ভালো থাকে, সে লক্ষ্যে কাজ করাই আমাদের দায়িত্ব।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework