আনোয়ারায় কিশোর গ্যাং লিডার ওসমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৩, ০৫:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের অভিযানে মো. ওসমান (২৮) নামের এক কিশোর গ্যাং লিডার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর মহাজন পাড়াস্থ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটককৃত ওসমান স্থানীয় মৃত আনোয়ারের ছেলে। তার বিরুদ্ধে স্কুল শিক্ষককে মারধর, নিজ এলাকার বিভিন্ন লোকজনের ওপর হামলা, হুমকিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে, ওসমান আটকের পর থেকে তার এলাকায় স্থানীয়রা স্বস্তির নিশ্বাস ফেলছেন। অনেকেই ফেসবুকে দিচ্ছেন আনন্দের স্ট্যাটাস। তবে আতঙ্ক কাটেনি হামলার শিকার হওয়া ব্যক্তিদের মাঝে। উপযুক্ত শাস্তি না হলে আবারও ফিরে এসে এলাকাবাসীর ওপর হামলা, হুমকি-ধমকি চালাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, "রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে আটক করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও এলাকায় বিভিন্ন জনকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework