আনোয়ারা সাংবাদিক সমিতির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৮, ০২:০৯ অপরাহ্ন

আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)-এর সহ-সভাপতি, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল বাহারের পিতা হাজী আব্দুর রহিম সওদাগরের মৃত্যুর মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর আনোয়ারা সাংবাদিক সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবরারুল হক।

আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে এবং ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহেদুল হক, সাংবাদিক মুনির চৌধুরী, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আশরাফ উদ্দীন চৌধুরী কুসুম, পেশাজীবী নেতা আব্দুস সবুর, আনোয়ারা সাংবাদিক সমিতির সহ-সভাপতি ইকবাল বাহার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ, সাংবাদিক নেজাম উদ্দীন, সাংবাদিক সাইদুর রহমান রনিসহ আনোয়ারায় কর্মরত সাংবাদিক ও মরহুমের স্বজনরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework