আনোয়ারায় হালদা নদী সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে সেমিনার অনুষ্ঠিত

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ১২:২১ অপরাহ্ন

আনোয়ারায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার উপজেলা মিলনায়তনে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) আওতায়, মৎস্য অধিদপ্তরের অর্থায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সেমিনারে বক্তারা বলেন, হালদা নদী দেশের জাতীয় সম্পদ। প্রতি বছর এই নদী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই নদী রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। দূষণ রোধের মাধ্যমে নদীর অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

এছাড়া, মাছ চুরি রোধ করে ডিমের উৎপাদন বাড়াতে হবে এবং ডিম সংগ্রহকারীদের ডিম সংগ্রহে আগ্রহী করে তুলতে হবে। হালদা নদীর সংরক্ষণে সরকার ইতোমধ্যে ৪৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে নদী সংরক্ষণের কার্যকর কৌশল নির্ধারণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework