আকতার কামাল চৌধুরী শেরে বাংলা উচ্চ বিদ্যালয়'র সভাপতি মনোনিত হওয়ায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ Jun ১৬, ০২:০৪ অপরাহ্ন
বাজালিয়া সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরী সাতকানিয়া উপজেলার বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয় এর সভাপতি মনোনিত হওয়ায় বাজালিয়া সমিতি চট্টগ্রাম কার্য নির্বাহী পরিষদের উদ্যোগে এক সংবর্ধনা সভা মঙ্গলবার (১৫ জুন ) সমিতির সভাপতি এ.কে.এম শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সালাহউদ্দিন শাহরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আকতার কামাল চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য লায়ন শহীদুল্লাহ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, আনোয়ারুল হক চৌধুরী, এনামুল হক চৌধুরী, নুরুল মোকতার মীর, সমিতির কার্য নির্বাহী পরিষদের কর্মকর্তা তুষার কান্তি বড়–য়া, মোঃ আসলাম উদ্দীন, হেলাল উদ্দীন চৌধুরী, হারুনুর রশিদ, রফিকুল ইসলাম চৌধুরী, মোজাফ্ফর আহমদ, এডভোকেট শোয়েব আলী চৌধুরী, মোঃ সালাহউদ্দিন, মোঃ নাজিম উদ্দিন। সংবর্ধনা সভার শুরুতে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি লায়ন জাফর উল্লাহ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে সমিতির পক্ষ থেকে শোক জ্ঞাপন এবং দোয়া মাহফিল করা হয়। সভায় সংবর্ধিত অতিথি এবং বক্তাগন বলেন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এক অপরকে সহযোগিতার হাত বাড়িতে দিতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলে চলবে না, শিক্ষার পরিবেশ, ভালো ফলাফল করার জন্য শিক্ষক, অভিভাবকদের আরো সচেষ্ট হতে হবে। তাহলেই এই বিদ্যালয় দক্ষিণ চট্টগ্রামের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework