আইটিতে নতুনত্ব নিয়ে Tech Bran এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

রেজাউল আজিম, বাঁশখালী-প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ০২:৫২ অপরাহ্ন

আইটি বিষয়ক প্লাটফর্ম Tech Bran আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গ্রাহকদের কাছে অল্প খরচে স্বল্প সময়ে ভোগান্তি মুক্ত সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় তাদের নিজস্ব অফিস উদ্বোধনের মধ্য দিয়ে তাদের এই যাত্রা। গতকাল ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন, উক্ত টিমের প্রধান উদ্যোক্তা ও সিইও ইজাহারুল হক রিমন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রযুক্তিগত এই অভিনব উদ্ভাবনী পরিবর্তন আমার একার পক্ষে সম্ভব নয় বলেই আমি আমার খুবই নিকট সম্পর্কিত বন্ধু ও স্নেহের ছোটদের সম্মিলিত প্রচেষ্টায় "Tech Bran" টিমটি গঠন করি। এই টিমটি আমার আবেগ ও সবার বহু ত্যাগের ফসল। আমি বিশ্বাস করি প্রযুক্তিগত এমন প্রতিষ্ঠান দেশের মানুষের জন্য খুব সহজ এবং সাশ্রয়ীভাবে কাজ করবে। পাশাপাশি টিমের অন্যান্য সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

উক্ত টিমের কো-অর্ডিনেটর মুহাম্মদ তারেক বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রয়োজনীয় সেবা সমূহে নতুনত্বের মাধ্যমে অর্থ, শ্রম ও সময় লাঘব করে মানুষের জন্য সুযোগ করে দেওয়া আমাদের টিমের মূল লক্ষ্যে। তাই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি।

উক্ত টিমের সবচেয়ে কম ১৪ বছর বয়সী উদ্যোক্তা শরীফ মতুর্জা আরিয়ান বলেন, 'Tech Bran' টিমের মাধ্যমে আমি কম বয়সীদের যেন চিন্তাশীল, উদ্যোগী ও উদ্ভাবনী করে তুলতে পারি। তাই, আমি চাই আমার দেওয়া উদ্যোগ বাংলাদেশ তথা পৃথিবীর প্রতিটি দেশে সবচেয়ে বেশি সুনামধন্য, আইকনিক, বিখ্যাত ও আলোচিত হয় এবং তা সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। ইনশাল্লাহ আমি ও Tech Bran নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় নিজ দেশে ও পুরো বিশ্বে একটি বড় রেভুলেশন আনতে পারব বলে মনে করি।

আবার, মার্কেটিং ডিরেক্টর ইফাজ আকতাব বলেন, আমরা 'Tech Bran' টিমের আপকামিং সফটওয়্যারের মাধ্যমে 'ওয়ানস্টেপ' সেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। পাশাপাশি অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ আরমান হাকিম, শরীফ মর্তুজা আরিয়ান, ইফাজ আকতাব, জয়নুল আবেদীন, মিনহাজুল ইসলাম, মোঃ আসিফ উদ্দিন, তাকরিম-উল-আহমেদ, নুরুল হক।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework