অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্বোধনে একুশের বইমেলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ০৪:০৯ অপরাহ্ন

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী চলবে এ ঐতিহ্যবাহী বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের উপস্থিতিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেলা কমিটির সদস্য সচিব সরকার আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে, তবে রাত ৮:৩০ এর পর প্রবেশ নিষিদ্ধ থাকবে। ছুটির দিনগুলোতে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত, তবে ৮ ও ১৫ ফেব্রুয়ারি এই সময়সূচির বাইরে থাকবে।

মেলা আয়োজনের স্থান বিন্যাস আগের মতো থাকলেও মেট্রোরেলের কারণে প্রবেশ ও বাহির পথের কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার চারটি প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে— টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। খাবারের স্টলগুলোকে পরিকল্পিতভাবে বিন্যস্ত করা হয়েছে। নামাজের স্থান, ওয়াশরুমসহ অন্যান্য পরিষেবা যথারীতি রাখা হয়েছে। প্রতি শুক্র ও শনিবার ‘শিশুপ্রহর’ থাকবে, যেখানে শিশুদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে।

প্রকাশনা সংস্থাগুলো বইমেলায় ২৫% ছাড়ে বই বিক্রি করবে। প্রতিদিন বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

নতুন প্রকাশিত বইগুলোর মান বিচার করে বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে, যার মধ্যে রয়েছে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’, ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’, ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ এবং ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’।

এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে, যার মধ্যে ১৯৯টি স্টল থাকবে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে। এছাড়া ৩৭টি প্যাভিলিয়ন ও ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল থাকছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework