অতিরিক্ত পুলিশ সুপারের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার

মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২১ জুলাই ২৮, ০৪:২৫ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোলা জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারের নামে ফেসবুকে ফেইক আইডি খুলে প্রতারণা করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই সময় তাঁর কাছ থেকে সিম ও মোবাইল সেট জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭জুলাই) রাত সাড়ে ৯টার দিকে থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম চুনতি বাজার থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ নোমান (২০)। সে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দুর্লভের পাড়ার আবদুল কুদ্দুসের পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আবু্ল কালাম আজাদের নামে MD AZAD AZAD নামের একটি ফেইক ফেইসবুক আইডি খুলেন প্রতারক মোঃ নোমান। সেই আইডিতে প্রোপাইল পিকচারে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের ছবিও ব্যবহার করা হয়।

পরে ফেইসবুক আইডিতে তাঁর ১৮ বছরের বয়সী একজন কম্পিউটার অপারেটর লাগবে বলে পোস্ট করেন।
ফেইসবুক পোস্ট পেয়ে উপজেলার বড়হাতিয়ার রুদ্র পাড়ার অপু রুদ্রের পুত্র অসীম রুদ্র ওই ফেইসবুক ম্যাসেন্জারে অডিও কল দিলে স্যার সম্বোধন করে কথা বললে সে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলে নিজেকে পরিচয় দেয়। এক পর্যায়ে বিকাশ নাম্বারে (০১৮৭২০২৫৪১৭) দেওয়ার পর সে তাঁর বিকাশে ৫৫৭৫ টাকা পাঠাতে বলে। তাঁকে বেশী চাপ প্রয়োগ করলে অসীম রুদ্র বিষয়টি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকুকে অবহিত করেন। তখন বিষয়টি সাতকানিয়া সার্কেল ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বললে এ নামে তার কোন ফেইসবুক আইডি নেয় বলে জানান।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, কয়েকদিন আগে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ স্যারের নাম ভাঙ্গিয়ে বড়হাতিয়ার নোমান নামে এক যুবক একটি ফেইসবুক একাউন্ট খুলে। তার আইডির প্রোপাইল পিকচার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার স্যারের ছবি ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে চাকরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্ঠা করে। সে কম্পিউটার অপারেটর চাকরী দেওয়ার নামে ফেইসবুকে পোস্ট করে। বড়হাতিয়ার অসীম রুদ্র নামের একজন  চাকরীর বিজ্ঞপ্তি দেখে যোগাযোগ করলে তাতে সন্দেহ হলে সাতকানিয়া সার্কেল স্যারের সাথে যোগাযোগ করে। সার্কেল স্যার ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করলে এ নামে স্যারের কোন ফেইসবুক আইডি নেই বলে জানান।

তিনি আরও জানান, পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা করার দায়ে অসীম রুদ্র বাদী হয়ে নোমাকে আসামী করে লোহাগাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের একটি টিম চুনতি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার  করতে সক্ষম হই। ওই সময় তাঁর ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত প্রতারক নোমানকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework