অটোরিকশার চাপায় চট্টগ্রামে কলেজছাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : সোমবার, ২০২৪ এপ্রিল ২৯, ০৩:২৬ অপরাহ্ন

চট্টগ্রামের কালুরঘাটে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কালুরঘাট ব্রিজের পশ্চিম প্রান্তে বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার মো.হাসানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন মুন্না বলেন, ‘বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এসময় ফেরিতে ওঠার জন্য ওই কলেজছাত্রী বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। অটোরিকশাটি বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ওই শিক্ষার্থীকে চাপা দেয়।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ‘পথচারীরা ওই কলেজছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework