সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড় মেসি!

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ Jun ০৫, ০২:৫৪ অপরাহ্ন

খ্যাতির বিড়ম্বনাও আছে। বিষয়টির ব্যতিক্রম ঘটেনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির ক্ষেত্রেও। ভক্তদের চোখে বিশ্বসেরা এ তারকা একুশ শতকের সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়। পরিসংখ্যান যে এমনটিই বলছে!

গতবছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপে শিরোপা জিতে যেন সব সমালোচনার জবাব দেন লিওনেল মেসি। তবে তার আগেও তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশ্বকাপের ৭ ম্যাচের ৫টিতে পেয়েছেন পেনাল্টির সুযোগ। যেখানে ১টি মিসও করেছেন। 

 

No description available.

মেসিকে বলা হয় 'গ্রেটেস্ট অব অল টাইম' সংক্ষেপে গোট। ছবি : টুইটার

এ পর্যন্ত সব মিলিয়ে ১৩৩ বার পেনাল্টি নেয়ার সুযোগ পেয়েছেন মেসি। এর মধ্যে ৩১ বার মিস করেছেন। যেটি সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড। এর আগে এত বেশি পেনাল্টি কোনো ফুটবলার মিস করেননি। হিসাবে মেসি প্রায় ২৩ শতাংশের বেশি সময় পেনাল্টি মিস করেছেন। তাতে সমালোচকরা কখনো তাকে ‘লিওনেল পেনাল্টি’ কখনো ‘পেসি’ নাম দিয়েছেন।

No description available.

কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেন মেসি। ছবি : টুইটার


অন্যদিকে, মেসির থেকে বেশি পেনাল্টি নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মেসির থেকে রোনালদোর পেনাল্টি মিসের সংখ্যা কম। ১৭৬টি পেনাল্টির মধ্যে ২৯টি মিস করেছেন রোনালদো। তাতে সমালোচনা হয়েছে সিআরসেভেনেরও। তাকে অনেকে ‘পেনাল্দো’ বলেও ব্যঙ্গ করেছেন। 

No description available.

পেনাল্টি শট নিচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : টুইটার


এছাড়া ব্রাজিল তারকা নেইমার জুনিয়র এখন পর্যন্ত ৭৮টি পেনাল্টি শট নিয়েছেন। যার মধ্যে ১৫টি মিস করেছেন। তাতে প্রায় ১৯ শতাংশের বেশি সময় পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেছেন এ তারকা। তবে এখন পর্যন্ত সবচেয়ে সফল পেনাল্টি শুটার ধরা হয় নেইমারকে। 

No description available.

পেনাল্টি শট নিচ্ছেন নেইমার জুনিয়র। ছবি : টুইটার


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework