শিরোপা স্বপ্ন টিকে থাকল ম্যানচেস্টারের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ এপ্রিল ১৯, ০৩:৫২ পূর্বাহ্ন
জেসন গ্রিনউডের জোড়া গোলে ইপিএলে টানা পঞ্চম জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে রেড ডেভিলস। প্রিয় দলের শিরোপা জয়ের স্বপ্ন কে না দেখেন। একটা সময় মনে হচ্ছিলো ম্যানসিটির ইপিএল শিরোপা জয় সময়ের ব্যাপার। তবে শেষ পাঁচ ম্যাচে দুই হারে ব্যবধান কমেছে। তাই এখন স্বপ্নবাজ ইউনাইটেড ভক্তরা। অনেকে ফিরে যাচ্ছেন ৯ বছর আগে। লিগের এমন পর্যায়ে ৮ পয়েন্টে এগিয়ে ছিল ইউনাইটেড, সেখান থেকে গোল ব্যবধানে শেষ পর্যন্ত লিগ জিতে নেয় সিটি। ভক্তদের সেই স্বপ্নটা বাঁচিয়ে রাখতে থিয়েটার অব ড্রিমে সোলশায়ারের দলের প্রতিপক্ষ বার্নলি। ম্যাচের আগে গোল হজম করাটা অভ্যাসে পরিনত হয়েছে ইউনাইটেডের। এদিনও শুরুতেই এগিয়ে যায় বার্নলি। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। ব্রুনো-পগবা-রাশফোর্ড-গ্রিনউডরা ব্যস্ত রাখে প্রতিপক্ষের ডিফেন্স। কিন্তু তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয় বার্নলির গোলমুখের সামনে। প্রথমার্ধ্ব শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে বিরতির পরেই স্বাগতিকরা পায় কাঙ্খিত গোল। র্যাশফোর্ডের অ্যাসিস্টে গ্রিনউডের চমৎকার ফিনিশিং। তবে দ্রুতই এর জবাব দেয় বার্নলি। ২ মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান জেমস টারকোভস্কি। ম্যাচ গড়াচ্ছিলো ড্রয়ের পথে। তবে সমর্থকদের হতাশ করেননি গ্রিনউড। ৮৪ মিনিটে পগবার অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন। আর ম্যাচের যোগ করা সময়ে বদলি হিসেবে নামা উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির গোল ব্যবধান করে ৩-১। ৩২ ম্যাচ শেষে ইউনাইটেডের সংগ্রহ ৬৬ পয়েন্ট। শীর্ষে থাকা ম্যান সিটির আছে ৭৪ পয়েন্ট।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework