রোববার ঢাকা আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মে ১৫, ০৯:৫৯ অপরাহ্ন
করোনার মাঝে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ স্বাভাবিক। লঙ্কান ইয়ারলাইন্সের একটি বিমানে রোববার (১৬ মে) সকালে ঢাকায় ল্যান্ড করবে মোট ৩১ সদস্যের শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকায় ফিরেই থাকবে তারা তিন দিনের কোয়ারেন্টাইনে। এরপরই মিলবে অনুশীলনের সুযাগ। ১৯ ও ২০ মে মিরপুরের একাডেমিতে অনুশীলন করবে অতিথিরা। তবে, অনুশীলনে ক্রিকেট বোর্ড থেকে দেয়া হবে না লঙ্কানদের কোন নেট বোলার। ২১ মে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে। প্রস্তুতি ম্যাচেও কোন প্রতিপক্ষ পাবে না লঙ্কানরা। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলও যেমন সুবিধা পেয়েছিলো ঠিক তেমনটা পাবে লঙ্কানরা। আর দ্বিপাক্ষিক সিরিজের চুক্তিতেই এমনটা উল্লেখ আছে বলে নিশ্চিত করেছে বিসিবি। বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমাদের দল যখন গিয়েছিলো তখন আমাদের দল তিন দিনের কোয়ারেন্টাইনে ছিলো। সেই একই নিয়ম তারা বাংলাদেশে এসে ফলো করবে। পরে তারা সীমিত সুবিধা পাবে। তবে তাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, সেটা আমরা পরে দেখবো। ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৩ বিশ্বকাপের অংশ এ সিরিজ। আইসিসি সুপার লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৩০ পয়েন্ট টাইগারদের। হোম সিরিজ হওয়ায় বাংলাদেশের লক্ষ্য তিন ওয়ানডেই জয়। ২৩ মে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাকি দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে। দিবারাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত মিরপুর শের-ই বাংলায়

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework