রোনালদোর জোড়া গোলে আল নাসর ফাইনালে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ০২, ০৩:৪৯ অপরাহ্ন

সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর।এতে টুনামেন্টের ফাইনালে চলে গেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি এক গোল করেন সাদিও মানে।

বুধবার রিয়াদের আল আওয়াল পার্কে ১৭ মিনিটে গোল করে লিড এনে দেন রোনালদো। এরপর ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড মানে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার গোল করেন রোনালদো। এই গোলটি পর্তুগিজ তারকা করেন ৫৭ মিনিটে। এতে আল নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

ম্যাচের ৮২ মিনিটে সান্তনার একটি গোল পায় আল খালিজ। ক্লাবটির হয়ে গোল করেন ফাওয়াজ আল তোরাইজ। অবশেষে ৩-১ গোলে জয় পায় আল নাসর।

আগামী ৩১ মে ফাইনালে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। এর আগে গত মঙ্গলবার আসরের অপর সেমিফাইনালে আল ইতিহাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল আল হিলাল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework