রিয়াল ছেড়ে ম্যানইউতে ভারানে

টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ৩১, ০২:৫৮ অপরাহ্ন

দশ বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। শুক্রবার (৩০ জুলাই) শেষবারের মতো বেল-মার্সেলোদের সঙ্গে দেখা করেন তিনি।

ভারানে যখন ম্যানচেস্টারের পথে, তখনই কাঁধের ইনজুরিতে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইউনাইটেডের আরেক তারকা মার্কাস রাশফোর্ড।

রিয়ালের আঙিনায় কেটে গেছে এক দশক। ২৮ বছর বয়সী ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ক্লাবটির হয়ে সবই তো জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা- কী নেই অর্জনের খাতায়। ২০১৮-তে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ১০ বসন্ত কাটিয়েছেন যে ঠিকানায়, দু’টো স্বাক্ষরে তাই এখন পুরনো। ২০১১ থেকে যে রাফায়েল ভারানেকে ফুটবল দুনিয়া চিনতো রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে এখন থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের। ৪১ মিলিয়ন পাউন্ডের চুক্তিপত্রের স্ক্যান কপিটা শোভা পাচ্ছে ই-মেইলে।

রিয়াল ছাড়ার বিষয়ে ভারানে বলেন, ‌‘দারুণ দশটা বছর পার করেছি এখানে। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে। নতুন মৌসুমের জন্য শুভকামনা রইল।‌’

মাদ্রিদে বিদায়ের ঘণ্টা বেজেই চলেছে। সার্জিও রামোসের পর ভারানেও ক্লাব ছাড়ায় নতুন মৌসুমে ডিফেন্স নিয়ে বিপাকেই পড়তে হবে, শঙ্কায় সমর্থকরা। কিন্তু তাতে যেনো কিছুই যায় আসে না ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। তার ওপর ক্ষোভ থেকেই সরে দাঁড়িয়েছেন রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো কোচ জিনেদিন জিদান। ইংল্যান্ডের বিমানে চড়ার আগে সেই পেরেজকে হাসিমুখেই বিদায় জানাতে চাইলেন ভারানে।

তবে মার্কাস রাশফোর্ডের মুখটা আপাতত মলিন। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার কাঁধের ইনজুরিতে ভুগছেন দীর্ঘদিন। এতদিন অবস্থা পর্যবেক্ষণ করে কোচ আর চিকিৎসকরা সার্জারির পরামর্শ দিয়েছেন। আগামী সপ্তাহেই ছুরি-কাচির নিচে যেতে হচ্ছে রাশফোর্ডকে। অপারেশনের পর অন্তত ৩ মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্ট্রাইকারকে।

এদিকে ইউরোপে নতুন ক্লাব মৌসুম শুরুর সময় যত এগোচ্ছে, ততই চাঙ্গা হচ্ছে ফুটবলারদের দলবদলের বাজার। শেষ মুহূর্তে বড় দান হাতিয়ে নিতে মুখিয়ে আছে সবাই। চলছে ফুটবলার, এজেন্ট এবং ক্লাবগুলোর ত্রিমুখী আলোচনা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework