বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ১২:৫৫ অপরাহ্ন

রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৬ই মে বৃহস্পতিবার বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের ভার্চুয়ালে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।

উপজেলা নির্বাহী অফিসার অংগ‍্যজাই মারমার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোর্শেদ, পৌরসভার প‍্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী, গহিরা কলেজের অধ্যাপক খালেদ মাহমুদ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া কলেজের অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রাউজান কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, রনি দাশ সহ অনেকে।

খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারি মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ফোরকান।

উদ্বোধনী ম‍্যাচে এয়াছিন শাহ কলেজের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ গোলে রাউজান সরকারি কলেজ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।

আগামী ২০ই মে সোমবার একই মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework