করাচিকে হারিয়ে প্লে-অফে মুলতান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ০৪, ০৪:২৮ অপরাহ্ন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে ২০ রানে হারিয়ে প্লে-অফে উঠে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানস। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।

গতকাল রোববার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুলতানের অধিনায়ক রিজওয়ান। এদিন দলের তারকা ক্রিকেটার উসমান খানের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৮৯ রানের বড় সংগ্রহ পেয়েছে মুলতান। রিজওয়ান হাঁকিয়েছেন দুর্দান্ত ফিফটি।

মাত্র ৫৯ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উসমান। এবারের আসরে এটিই দ্রুততম সেঞ্চুরি। হাঁকান ১০টি ও ৫ ছক্কা। আর রিজওয়ান ছক্কা না হাঁকালেও বাউন্ডারি নিয়েছেন ৫টি। সবমিলিয়ে ৩ উইকেটে ১৮৯ রান করে মুলতান।

জবাবে ব্যাট করতে নেমে কোনো ফিফটি ছাড়াই ৭ উইকেটে ১৬৯ রান করে করাচি। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন  শোয়েব মালিক।

এছাড়া অধিনায়ক শান মাসুদ করেন ২৯ বলে ৩৬ রান। ২৩ রান করেন ইরফান খান। ১৭ বলে ২৭ রান করে অপরাজিত খেকে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষ করেন মোহাম্মদ নওয়াজ। অবশেষে ১৬৯ রানে থামে করাচির ইনিংস।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework