একাই ১০ উইকেট নিয়ে আজাজের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ ডিসেম্বর ০৪, ০৪:৩৮ অপরাহ্ন

টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট তুলে নেওয়ার অনন্য কীর্তিতে নাম লেখালেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।  

ভারতের বিপক্ষে চলমান মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের উইকেট তুলে নিয়ে এমন বিরল মাইলফলকে পা রাখেন ভারতীয় বংশোদ্ভুত কিউই বাঁহাতি স্পিনার।
অবাক করা ব্যাপার হলো এই মুম্বাইয়েই জন্ম আজাজের।  

আজাজের আগে এই কীর্তি ছিল অনিল কুম্বলে এবং জিম লেকারের দখলে। ১০ উইকেট নিতে ৪৭.৫ ওভার বল করে ১১৯ রান খরচ করেছেন আজাজ। আর তাতে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩২৫ রানে।  ভারতের পক্ষে একাই ১৫০ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল। অক্ষর প্যাটেল করেছেন ৫২। শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৪৪ রান।

টেস্ট ইতিহাসের সেরা বোলিং ফিগারের তালিকায়ও তিনে উঠে এসেছেন আজাজ। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট তুলে নিতে ইংলিশ বোলার লেকার খরচ করেছিলেন মাত্র ৫৩ রান। আর পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে দিল্লি টেস্টে ইনিংসে ১০ উইকেট নিতে কুম্বলের খরচ ৭৪ রান। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework