বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আইন বিভাগের শিক্ষার্থীদের ভার্চুয়াল বিদায়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ Jun ১৯, ০৪:৫৪ অপরাহ্ন
বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ. এম. আমিন উদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য হাসনাইন আহমদ আফরিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এবিএম আবু নোমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুর রহমান খান, পুস্পিতা দাশ। এছাড়া আইন বিভাগের সহকারী অধ্যাপক আসমা আল আমিনের সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। উক্ত অনলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ. এম. আমিন উদ্দিন বলেন, আইন পেশায় সফলতার জন্য ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠভ্যাস, নিয়মানুবর্তিতা ও পেশার প্রতি আন্তরিকতা একান্ত অপরিহার্য। তাছাড়া শিক্ষানবীশদেরকে প্রথিতযশা আইনজীবীদের কর্মপদ্ধতি ও কলা কৌশল অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র এই সুন্দর সুবিশাল ক্যাম্পাসে দক্ষ শিক্ষকমন্ডলীর তত্ত¡াবধানে শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনে সুন্দর সমাজ ও দেশ গড়ার উপযোগী নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করবে। তাছাড়া এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের আইন জগতের বিভিন্ন পর্যায়ে সফলতার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া গ্রামীন পরিবেশে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য তিনি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এসব দায়িত্ব পালনের জন্য নিজেদের উপযুক্ত ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। পেশাজীবীদের আধুনিক যুগোপযোগী জ্ঞান অর্জন ও প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, গ্র্যাজুয়েটরা এ বিশ্ববিদ্যালয়ের এমবেসেডর হিসেবে নিজেকে সফল করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework