বাসে মাদক গ্রহণ, চুয়েটের ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ জানুয়ারী ১৮, ০১:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাসে মাদক সেবনের দায়ে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের উপ-পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।


 তিনি বলেন, বাসে মাদক সেবন করার অপরাধে চার শিক্ষার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। মাদকের বিরুদ্ধে চুয়েট প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে।

আমাদের মাদকবিরোধী অভিযান সবসময় চলমান থাকবে।  

বহিষ্কৃতরা হলেন- ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ ও আমানত উল্লাহ। তারা প্রত্যেকেই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এক বছরের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কৃত থাকবে৷ সেই সঙ্গে তারা হলে অবস্থান এবং হল এলাকায় প্রবেশ করতে পারবে না।

জানা যায়, গত ১৩ ডিসেম্বর নগরের পুরাতন রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে চুয়েট ছাত্রকল্যাণ দফতর। এসময় চুয়েট ক্যাম্পাসে রাত্রিকালীন ফেরার বাসে হুইস্কি সেবনকালে হাতেনাতে ধরা হয় চার শিক্ষার্থীকে। পরে ১৪ ডিসেম্বর জরুরি ডিসিপ্লিন কমিটির সভা শেষে তাদের শোকজ করা হয়। শোকজের জবাবের পর গত ১২ জানুয়ারি ডিসিপ্লিন কমিটির ২৫৩তম সভায় মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework