চবি যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাইর ইফতার মাহফিল

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ এপ্রিল ০১, ১১:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের(সিইউসিএজেএএ)-ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় নগরীর জিইসি মোড়স্থ বনজৌর রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চবির সাবেক শিক্ষার্থী আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, একুশে টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর আবাসিক সম্পাদক রফিকুল বাহার, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সহিদ উল্যাহ, চবির সাবেক প্রক্টর ও বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী, বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম প্রমুখ।

সিইউসিএজেএএর সভাপতি মো. নজরুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিভাগের সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক রওশন আক্তার।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework