৩৭ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা হ্রাস করলেন বাইডেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ১২:৫৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৩৭ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করেছেন। ধারণা করা হচ্ছে, মৃত্যুদণ্ড বিরোধী আন্দোলনের ক্রমবর্ধমান চাপের মুখে, দায়িত্ব শেষ হওয়ার মাত্র এক মাস আগে বাইডেন এই সিদ্ধান্ত নেন। সোমবার (২৩ ডিসেম্বর) সিবিএস নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাইডেনের এই সিদ্ধান্তের ফলে দণ্ডিত আসামিরা প্যারোল ছাড়া বাকি জীবন কারাগারে কাটাবেন। তবে, সন্ত্রাস ও গণহত্যার মতো কিছু অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড এখনও বহাল রয়েছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, "মৃত্যুদণ্ডের ওপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদ ও গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ৩৭ জনের সাজা হ্রাস করা হয়েছে।"

তিনি আরও বলেন, "ভুক্তভোগীদের জন্য আমি গভীর শোক প্রকাশ করি এবং বিশ্বাস করি, ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ হওয়া উচিত।" বাইডেনের এই সিদ্ধান্ত মৃত্যুদণ্ড বিরোধী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework