হুতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলকে লক্ষ্য করে 'ফিলিস্তিন-টু' চালানোর দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ১৭, ০৩:২৮ অপরাহ্ন

ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (১৬ ডিসেম্বর) এক টেলিভিশন বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়ে সারে এই দাবি করেন।

সারে জানান, মধ্যাঞ্চলীয় শহর জাফার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং মিসাইলটি সুনির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটির নাম 'ফিলিস্তিন-টু'।

তবে, ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে যে, ইয়েমেন থেকে ছোঁড়া মিসাইলটি ভূপাতিত করা হয়েছে এবং সীমান্তে প্রবেশের আগেই তা ধ্বংস করা হয়। তেলআবিব জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানোর পরেই মিসাইলটি ধ্বংস করা হয়।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হুতি বিদ্রোহীরা জানিয়ে দিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework