হজযাত্রীদের জন্য ৭ দিনে ৪৯০০ ট্রিপ! ইতিহাস গড়ছে মক্কার মেট্রো

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ Jun ০৩, ০৩:১৮ অপরাহ্ন

হজযাত্রীদের চলাচল সহজ ও দ্রুততর করতে মক্কায় পবিত্র স্থানগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী আল-মাশাআর আল-মুকাদ্দাসাহ মেট্রো লাইন এবার রেকর্ড সেবা প্রদানের প্রস্তুতি নিয়েছে। সৌদি রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৭ দিনে তারা ৪ হাজার ৯০০টি ট্রিপ পরিচালনার মাধ্যমে প্রায় ২০ লাখ যাত্রী পরিবহন করবে।

এই মেট্রো লাইনটি বছরে শুধুমাত্র হজ মৌসুমে ৭ দিনের জন্য চালু থাকে। সৌদি পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রণালয়ের মুখপাত্র সালেহ আল-জুয়াইদ আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, এবার হজ মৌসুমে ৭১টি দেশের ২৩৮টি গন্তব্য থেকে ৬২টি এয়ারলাইন্সের ৩ হাজার ৩১৪টি ফ্লাইট ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছে।

সালেহ আল-জুয়াইদ আরও জানান, হরমাইন হাই-স্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা আগের বছরের তুলনায় ৭৫% বৃদ্ধি পেয়েছে।

হজযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার নতুন এক উদ্যোগ চালু হয়েছে, যার নাম ‘লাগেজ ছাড়াই হজ’। এই উদ্যোগের আওতায় যাত্রীদের লাগেজ আলাদাভাবে পাঠিয়ে তাদের ট্রেনে হজের গন্তব্যে পৌঁছানোর সুযোগ থাকছে।

এছাড়া, হজযাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ২৫,০০০-এর বেশি বাস প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework