লুকাশেঙ্কো আবারও বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২৭, ০৫:৪৩ অপরাহ্ন

আলেকজান্ডার লুকাশেঙ্কো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন, এটি তার সপ্তম মেয়াদী ধারাবাহিক বিজয়।

এবারের নির্বাচনটি গত কয়েকবারের মতো বিতর্কিত ছিল। নির্বাচনে যে চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, তারা সকলেই লুকাশেঙ্কোর অনুগত এবং তার ৩০ বছরের শাসনকে প্রশংসা করে আসছেন।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, লুকাশেঙ্কো পেয়েছেন ৮৬.৮ শতাংশ ভোট।

লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন, যদিও পশ্চিমা সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর মতে এই নির্বাচনগুলোকে ‘প্রহসন’ হিসেবে বিবেচনা করা হয়।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কোকে অভিনন্দন জানিয়ে বলেছেন, "নির্বাচনে আপনার বিজয় স্পষ্টভাবে আপনার উচ্চ রাজনৈতিক কর্তৃত্ব এবং বেলারুশের রাষ্ট্রনীতির প্রতি জনসাধারণের অব্যাহত সমর্থনের সাক্ষ্য দেয়।"

ইউক্রেন যুদ্ধের পর, লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছেন এবং বর্তমানে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে, লুকাশেঙ্কোর ক্ষমতা পুতিনের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework