যুদ্ধবিরতির কোনো গ্যারান্টি নেই: ফিলিস্তিন কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মে ২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
ইসরায়েল ও হামাসের যে সাময়িক যুদ্ধবিরতি তার কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় উভয়পক্ষে আবার যুদ্ধ লেগে যেতে পারে বলে জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। গতকাল শুক্রবার সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আল-মালিকি বলেন, যুদ্ধবিরতির মোটেই কোনো নিশ্চয়তা নেই। কারণ ইসরায়েল দাবি করেছে, এ যুদ্ধবিরতি একতরফা। তারা নিজ ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল আরও দাবি করে, মিসর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মালিকি জানান, সবার সম্মতিতে আমরা যুদ্ধবিরতির অনুমোদন পেয়েছি। বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। এর আগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল। আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে হামলা চলে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework