যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থেমে গেল ভারত-পাকিস্তান সংঘাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১০, ০৬:৪৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময় ধরে চলা আলোচনার ফলেই ভারত ও পাকিস্তান অবিলম্বে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এ সময় বিচক্ষণতা ও দুর্দান্ত বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য উভয় দেশকে অভিনন্দন জানান তিনি।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, “আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস না করে সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

অপরদিকে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারত ও পাকিস্তান উভয় দেশই স্থল, আকাশ ও সমুদ্রপথে সকল ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework