মার্কিন বাহিনীর বিমান হামলায় ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বড় ক্ষতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ১৭, ০২:৩৭ অপরাহ্ন

মার্কিন বাহিনী ইয়েমেনে হুতি বিদ্রোহীদের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে

মার্কিন বাহিনী সোমবার (১৬ ডিসেম্বর) ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কমান্ড এবং নিয়ন্ত্রণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, যা তাদের সমন্বিত আক্রমণের জন্য ব্যবহৃত হচ্ছিল। মার্কিন সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর মাস থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরাইলের সাথে চলমান যুদ্ধের প্রতিশোধ নিতে একাধিক দেশের জঙ্গি গোষ্ঠী মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, “মার্কিন এবং তাদের জোটের কর্মীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে হুতি হামলা থেকে রক্ষার জন্য এই অভিযান চালানো হয়েছে।”

হুতি বিদ্রোহীরা বলছে, তারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে একটি প্রধান শিপিং লেনকে টার্গেট করে এই হামলাগুলো চালিয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework