মাইক্রোসফট টিকটক কেনার জন্য আলোচনা শুরু করেছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২৮, ০৩:২০ অপরাহ্ন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মালিকানা কিনতে আলোচনা শুরু করেছে প্রযুক্তি খাতের বৃহৎ প্রতিষ্ঠান মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট টিকটক অধিগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে কি না, এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি কেনার জন্য মাইক্রোসফট ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠান আগ্রহী রয়েছে।

এদিকে, স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য টিকটক বন্ধ হয়ে যায়। এর আগে, গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হওয়া চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইনটি চ্যালেঞ্জ করে টিকটক, বাইটড্যান্স ও কিছুসংখ্যক ব্যবহারকারী।

তবে, টিকটক নিষিদ্ধ করার আইনটি গত শুক্রবার সুপ্রিম কোর্ট বহাল রাখেন, এবং এর ফলে চরম অনিশ্চয়তা দেখা দেয়। আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

এরপর, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ঘোষণা দেন, যার পর থেকে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework